Banner Top

হাবড়া রামকৃষ্ণ- বিবেকানন্দ আশ্রমে ধর্মীয় সম্মেলন

                                                              দাবদাহ লাইভ, হাবড়া, অনন্ত চক্রবর্তী:  উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া রামকৃষ্ণ-বিবেকানন্দ আশ্রমে নবনির্মিত ‘সারদা কুটীর’ ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আশ্রমের নিবেদিতা সভাগৃহে ২৬ এপ্রিল বৈকালিক ‘ভক্ত-সম্মেলন’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ও সভাপতির আসন অলংকৃত করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজী মহারাজ, তৎসহ বিশেষ অতিথির আসন অলংকৃত করেন দক্ষিণেশ্বরস্থিত রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ঈশব্রতানন্দজী মহারাজ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিতাংশু দাস, দীপক দে, অজয় চক্রবর্তী ও ডা: প্রভাতকুমার বসু সহ অন্যান্যরা। শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণ, শ্রীশ্রীমা ও স্বামীজীর পাদপদ্মে পুষ্পার্ঘ্য নিবেদন ও মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। তারপর অনুষ্ঠানসূচী অনুযায়ী  বৈদিকমন্ত্র পাঠ, অতিথি বরণ, সঙ্গীত ও স্বাগত সম্ভাষণের পর ‘সারদা কুটীর’ ভবনটির শুভ দ্বারোদ্ঘাটন হয়। ভক্ত সম্মেলনে ‘শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দ’ শীর্ষক ভাবগম্ভীর আলোচনা করেন স্বামী বলভদ্রানন্দজী মহারাজ। বিশেষ অতিথি স্বামী ঈশব্রতানন্দজী মহারাজও উপস্থিত রামকৃষ্ণ ভাবানুরাগী ভক্তজনের মাঝে গভীর তত্ত্বজ্ঞান বিতরণ করেন। সর্বত্র মাঙ্গলিক উপচার ও বহু মানুষজনের উপস্থিতি অনুষ্ঠানে মাত্রাদান করে। আশ্রম সম্পাদক দেবব্রত মুখোপাধ্যায় ও অন্যতম সংগঠক দেবাশীষ ঘোষের সার্বিক তত্ত্বাবধানে মাঙ্গলিক এই অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে। 

হাবড়া রামকৃষ্ণ- বিবেকানন্দ আশ্রমে ধর্মীয় সম্মেলন
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment