Banner Top

হাবড়া নান্দনিক উৎসব

                                        দাবদাহ  লাইভ, হাবরা,  অনন্ত চক্রবর্তী:  আজ ১৮ সেপ্টেম্বর হাবড়া নান্দনিক নাট্যদলের পক্ষ থেকে অন্তিম পর্যায়ের নাট্যোৎসব ২০২৪-২৫ এর আয়োজন করা হয়। হাবড়া কলতান মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৪ দিনব্যাপী (১৮-২১ সেপ্টেম্বর) উৎসবের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা গোপিকান্ত চট্টোপাধ্যায়, অনুষ্ঠানের উদ্বোধক নাট্য ব্যক্তিত্ব রাজা গুহ, এলাকার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা ও উপ-পৌরপ্রধান সীতাংশু দাস প্রমুখ। গোপিকান্ত চট্টোপাধ্যায়কে এবছরের ‘নান্দনিক সম্মান’ প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত মেহমানদের ফুলগাছ, স্মারক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। তারপর অভ্যাগতরা জেলার নাট্যচর্চা ও প্রচার- প্রসারে নান্দনিকের ভূমিকা নিয়ে আলোচনা করে উত্তরোত্তর দলের শ্রীবৃদ্ধি কামনা করেন। রাজা গুহ জানান, “নাট্য আকাদেমির অর্থানুকুল্যে বহু নাট্যদল আজ উজ্জীবিত। নাট্যানুষ্ঠানের প্রদীপটা জ্বলতে থাক।” নারায়ণ চন্দ্র সাহা বলেন,”নান্দনিক এলাকার নাট্যচর্চার পথিকৃৎ। নতুন- নতুন নাটকের দল গঠন হলে পৌরসভা সর্বতো ভাবে দলগুলোর সঙ্গে থাকবে।”
৪দিনের অনুষ্ঠানে দেনাপাওনা, আমি নটি, দাঙ্গা, শাস্তি, খনন, দেবীগর্জন, তোমার চোখে, রণভূমি ও মেরি মাটি মেরা দেশ নামক মূকাভিনয় সহ মোট ৮টি নাটক মঞ্চস্থ হবে বলে নান্দনিকের নির্দেশক দেবব্রত দাস জানান। দলের অন্যতম সংগঠক তিমির বিশ্বাসের সংযোজন- “বছরভর বিভিন্ন পর্ব অতিক্রম করে আমরা অন্তিম পর্বে এসে পৌঁছলাম। সুস্থ- সংস্কৃতি রক্ষায় একটি সফল, শ্রেষ্ঠ উৎসব আমরা এলাকাবাসীকে উপহার দেবার চেষ্টা করেছি মাত্র। এই নাট্যাভিযান আমাদের জারি থাকবে।” প্রথম দিনের অনুষ্ঠানের নান্দনিক উপস্থাপনা উপস্থিত নাট্যমোদী দর্শকসাধারণকে প্রাণিত করে।

৪ দিনের হাবড়া নান্দনিক উৎসব সূচনা আজ
User Review
99% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment