হাতির হানায় মৃত্যু এলাকা জুড়ে আতঙ্ক
দাবদাহ লাইভ, ঝাড়গ্রাম, অক্ষয় গুছাইতঃ গত বাহাত্তর ঘন্টায় হাতির হামলায় ঝাড়গ্রাম জেলায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার তিনটি ব্লকে চারজনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা ঝাড়গ্রাম জেলায়। সারা বছর হাতির তাণ্ডবে অতিষ্ঠ এবং আতঙ্কিত ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর সোমবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ কাজ সেরে সাইকেল করে জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরছিলেন সুজিত মাহাতো নামে এক যুবক। সেই সময় সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকায় পিছন দিক থেকে একটি হাতি তাকে আক্রমণ করলে ঘটনাস্থলেই সাইকেল সহ রাস্তার উপর লুটিয়ে পড়েন। এর পর হাতিটি সুজিত মাহাতোকে শুঁড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজিত মাহাতোর। মৃত সুজিত মাহাতোর বয়স প্রায় ২৫ বছর। বাড়ি ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডি অঞ্চলের ইন্দখাড়া গ্রামে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাঁকরাইলের চুনপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা। পুলিশ মৃতদের উদ্ধার করে সাঁকরাইল থানায় নিয়ে যায়। সুজিত মাহাতোর মৃত্যু সংবাদে এলাকায় নেমে আসে শোকের ছায়া। বন দফতরের পক্ষ থেকে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায় যে সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকায় দুটি হাতি দাপিয়ে বেড়াচ্ছে। যার ফলে সোমবার রাতে হাতির হামলার ঘটনাটি ঘটে। অন্যদিকে এই ঘটনার রেস কাটতে না কাটতেই সোমবার রাত্রি প্রায় দশটা নাগাদ ঝাড়গ্রাম ব্লকের বালিয়া গ্রামে খাবারের সন্ধানে ঢুকে পাঁচটি হাতি তাণ্ডব শুরু করে। সেই সময় বাড়ির উঠোনের সামনে দাঁড়িয়ে ছিলেন প্রায় ৬৫ বছর বয়সী বৃদ্ধা নমিতা মাহাতো। তাকে আছাড় মেরে পা দিয়ে পিষে দেয় হাতির দলটি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চোখের সামনে ওই বৃদ্ধার মৃত্যু দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন গোটা বালিয়া গ্রামের বাসিন্দারা। নমিতা মাহাতোকে পা দিয়ে মেরে দেওয়ার পর হাতির দলটি বলিয়া গ্রামে তাণ্ডব শুরু করে। যার ফলে গ্রামবাসীরা দরজা-জানলা বন্ধ করে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। বিষয়টি বন দফতর কে জানানো হয়েছে । তবে পরপর হাতির হামলায় মৃত্যুর মিছিল অব্যাহত থাকায় ঝাড়গ্রাম জেলাজুড়ে হাতির হামলার আশংকা ক্রমশ বেড়েই চলছে। রবিবার রাতে হাতির হামলায় আহত সাঁকরাইল ব্লকের কুলটিকরি ঘোড়াপাড়ার বাসিন্দা, জিতু হেমব্রমের মৃত্যু হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। রবিবার সকালে নয়াগ্রাম ব্লকের নিগুই জঙ্গলে ২৪ বছর বয়সী দময়ন্তী মাহাতো নামে এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটে। সোমবার ফের হাতির হামলায় সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকায় সুজিত মাহাতো নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় রীতিমতো ঝাড়গ্রাম জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যখন সুজিত মাহাতোর মৃত্যুর ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা, ঠিক সেই মুহূর্তে সোমবার রাত্রি প্রায় দশটা নাগাদ ঝাড়গ্রাম ব্লকের বালিয়া গ্রামে ৬৫ বছর বয়সী নমিতা মাহাতো নামে এক বৃদ্ধা কে হাতির দল বাড়ির উঠোনে পা দিয়ে পিষে তার সামনে মেরে ফেলে। ৭২ ঘণ্টার মধ্যে হাতির হামলায় চারজনের মৃত্যুর ঘটনায় আতঙ্কিত ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ।








