হাতির ফুটবল খেলা দেখতে উৎসুক গ্রামবাসী
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, পশ্চিম মেদিনীপুর: ৫ এপ্রিল সকালে, পশ্চিম মেদিনীপুর জেলার বন বিভাগের চাঁদড়া রেঞ্জের ঢড়রাশোল এলাকায় একটি হাতি হঠাৎ খেলার মাঠে ঢুকে পড়ে। মাঠে তখন ছেলেরা ফুটবল খেলছিল। খেলার মাঠে হাতি ঢুকে পড়ায় আতঙ্কে ছেলেরা ফুটবল ফেলে রেখে এদিক সেদিক পালাতে থাকে। এর পর হাতিটি ফুটবল নিয়ে খেলতে শুরু করে দেয়। হাতি ফুটবল খেলছে দেখে উৎসুক জনতা মোবাইল ভিডিও করতে শুরু করে। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। পরে জানা যায় ওই হাতিটি আসলে জঙ্গলমহলের পরিচিত হাতি ‘রামলাল’। দলছুট হয়ে সে খেলার মাঠে ঢুকে পড়ে। রামলাল নামের এই হাতিটি আপাত শান্ত স্বভাবের হলেও, এর আক্রমণে ইতিপূর্বে প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবে মাঝেমধ্যেই এই হাতিটিকে, জঙ্গল সংলগ্ন জাতীয় সড়কের উপরে এসে, মালবাহী লরি ট্রাক সহ বিভিন্ন ধরনের গাড়ি থেকে খাদ্য সামগ্রী নামিয়ে খেতেও দেখা গেছে।


















