Banner Top

হাওড়ার রাজাপুরে দরগা শরীফের বহুমুখী অনুষ্ঠান 

                  দাবদাহ লাইভ, হাওড়া, বাবু হকঃ  হাওড়া জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলসীবেড়িয়া দরগা শরীফ প্রাঙ্গনে আজকে পবিত্র ১১ শরীফ উপলক্ষে ইসলাম ধর্মীয় আলোচনা সভা ও তুলসীবেড়িয়া দরগা শরীফের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ধর্মপ্রাণ ইসলাম ধর্মীয় মুসলিম ভক্ত মেহমান মুরিদান এবং দর্শনার্থী অংশগ্রহণ করেন। আগামী ১৩, ১৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বাৎসরিক উরুষ মোবারক অনুষ্ঠিত হবে। সেই সম্পর্কে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভার আগে ও পরে প্রতি মাসের ন্যায়, পবিত্র ১১ শরীফ উপলক্ষে ধর্মীয় আলাপ আলোচনা পীর ফকির দরবেশ এবং পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফ এবং বড় পীর সাহেবের অলৌকিক ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়। সাধারণ সভায় আলোচনায় অংশ নেন বিভিন্ন জায়গা থেকে আগত পীরের ভক্তবৃন্দ এবং কমিটির বিশিষ্টজনেরা, সমগ্র সাধারণ সভা পরিচালনা করেন দরবারের গদ্দিনশী পীর সাহেব হযরত শাহ সুফি রফিকুল ইসলাম খান সাহেব, সেইসঙ্গে পীর সাহেবের বংশধরগণ তার মধ্যে পীরজাদা সহিদুল ইসলাম খান, পীরজাদা আমিরুল ইসলাম খান ও পীরজাদা আবিদুল ইসলাম খান, কমিটির সভাপতি এমডি মোক্তার আলী আলোচনায় অংশ নেন। সভাকার্য শেষ করেন পীরে কামেল শাহ সুফি হযরত রফিকুল ইসলাম খান সাহেব। আজকে হযরত সুলতানুল আউলিয়া, বাদশাহী কাদেরী, মাহবুবে সুব্বানি, কুতুবে রব্বানী, মাশুকে ইয়াজদানি, পীরাআনে পীর হযরত সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ও এর পবিত্র এগারো শরীফ উপলক্ষে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবার শেষে সকলের জন্য বিশ্বের সকলের জন্য শান্তি ও মঙ্গল কামনা করা হয়। বাৎসরিক তিন দিনের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্মীয় ধর্মপ্রাণ ভক্ত মুরিদান মেহমান এবং দর্শনার্থীরা সমাগম করবেন এবং দোয়া খায়ের এবং দরবারের তিনদিন ব্যাপী সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে তারা সপরিবারে অংশ নেবেন বলে জানান পীরজাদা শহিদুল ইসলাম খান সাহেব আমাদের প্রতিনিধিকে।

হাওড়ার রাজাপুরে দরগা শরীফের বহুমুখী অনুষ্ঠান 
User Review
86% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment