হাইড্রেনের কাজ পরিদর্শনে ডেপুটি মেয়র
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে সেবক রোডের মাখনভোগ মিষ্টির দোকান থেকে মুন্সী প্রেম চাঁদ কলেজ অবধি পাকা হাইড্রেন তৈরী হয়েছে । পি ডব্লিউ ডি, পি এইচ ই-র বাস্তুকাররা পরিদর্শনে ছিলেন আজ উপস্থিত ছিলেন। তাদের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি জানান কিছু কিছু জায়গায় দোকানদারদের অবৈধ দখলদারি এবং তাদের অসহযোগিতার দরুণ কাজ করতে অসুবিধা হচ্ছে । সবার সাথে কথা বলাটা নিতান্তই প্রয়োজন।আমাদের উদ্দেশ্য কাউকে উৎখাত করা নয়।সবাইকে একটি নির্দিষ্ট চিন্তা নিয়ে চলতে হয়।আমরা সেই চিন্তা করবো। আমাদের লক্ষ হল শিলিগুড়িকে যানযট মুক্ত করে তোলার। আর সাধারন মানুষের সাথে সাথে আমরা কাজ করবো। রাস্তায় দোকান থাকলে যারা পায়ে হেটে চলাচল করেন তাদের প্রচণ্ড অসুবিধা হয়। তাদের যাতে সুবিধা হয় তাইজন্য আমাদের এই পরিকল্পনা।এদিন ডেপুটি মেয়র জানান সবাইকে সঠিকভাবে জায়গা দেওয়া হবে। কিন্তু পুরসভার নিয়ম মেনে চলতে হবে সবাইকেই।








