হস্তশিল্প মেলা নিউটাউনে
দাবদাহ লাইভ, নিউটাউন, অর্পিতা বিশ্বাসঃ পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ রাজ্য“ হস্তশিল্প মেলা ” আয়োজিত হয়েছে কলকাতার নিউটাউনে ১নং গেট ইকোপার্কে। ২৫শে নভেম্বর ২০২২ প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে এই মেলার শুভ উদ্বোধন করেছেন রাজ্যের অর্থ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের এবং ভূমি ও ভূমি সংস্কার ও শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন বিভাগ এবং পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। এই হস্তশিল্প মেলায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্রদপ্তর আই এ এস প্রধান সচিব শ্রী রাজেশ পান্ডে, মন্ত্রী তজমূল হোসেন (পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্রবিভাগ ), মাননীয়া মেয়র কৃষ্ণা চক্রবর্তী (বিধাননগর পৌর কর্পোরেশন), পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ শিল্প বানিজ্য ও এন্টারপ্রাইজ এবং পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন বিভাগের মাননীয়া মন্ত্রী ডঃ শশী পাঞ্জা, মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বিশেষ সচিব ডি বন্দ্যোপাধ্যায় (ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্রবিভাগ পশ্চিমবঙ্গ সরকার )এছাড়াও আরো অনেকে। এই হস্তশিল্প মেলায় প্রতিদিন দুপুর ১টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলা চলবে ১৮ই ডিসেম্বর পর্যন্ত।
হস্তশিল্প মেলা নিউটাউনে
76%








