স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ শিলিগুড়িতে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ মানুষের পাশে তৃণমূল জেলা সভাপতি পাপিয়া ঘোষ। আজ শিলিগুড়ি ২৮ নম্বর ওয়ার্ডে তপন ভট্টাচার্য্য স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে মানুষের পাশে দাঁড়াবার এক অভিনব উদ্যোগ নিলেন তিনি এবং তার দলের কর্মীরা। দুঃস্থদের হাতে তুলে দিলেন পূজোর জামাকাপড় ছোট ছোট ছেলেমেয়েদের উৎসাহীত করলেন। জানালেন গত দুবছর মানুষ বিশেষ করে যারা একেবারেই দুস্থ তারা কোন কেনাকাটাই করতে পারেন নি,এবছরও অনেকেরই অবস্থা ভাল নেই। তাই আমাদের চেষ্টা ছিল তাদের মুখে হাসি ফোটানোর। আজ যে এতটুকু করতে পারলাম তাদের জন্য এটাই যথেষ্ট আমাদের কাছে। ওরা সুস্থভাবে পুজো দেখুক এবং আনন্দ করুক ঈশ্বরের কাছে এতটুকুই কামনা করি।
নিউজ এক ঝলকে
খবর এক নজরেঃ
January 22, 2026
|
No Comments
January 20, 2026
January 20, 2026
January 19, 2026
January 18, 2026
স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ শিলিগুড়িতে
0%









