স্মার্ট সিটি শিলিগুড়ি এগিয়ে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি পুর নিগম এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হেতু পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সাথে মেয়রের উন্নয়নমুখী আলোচনায় নতুন কিছু পরিকল্পনা শুরু হতে চলেছে। দুজনেই বেশ কয়েক ঘন্টা আলোচনা করেন শিলিগুড়ির উন্নয়ন নিয়ে। মেয়র জানান তিনি বেশ কিছু নতুন প্রকল্পের কথা জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। উদয়ন গুহ নিজেও মেয়রের এই কথা শুনে মেয়রের কথায় রাজী হয়েছেন। মেয়র জানান শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাথে কাধে কাধ মিলিয়ে এগিয়ে যাবে শিলিগুড়ি পুরসভা। এর জন্য যে অর্থ ব্যায় হবে সেটাও বহন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। শিলিগুড়িকে আপাতত স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে সহায়তা করে যাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং শিলিগুড়ি পুরসভা।








