স্বেচ্ছায় রক্তদান শিবির হ্নদয়পুরে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি হৃদয়পুরে সমাজসেবী সংগঠন সুধা স্মৃতি সংঘের মানবিক উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ উৎসব, চক্ষু ও দন্ত পরীক্ষা শিবির এবং বারাসাত ছান্দিক ডান্স একাডেমীর গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় বর্ণাঢ্য নৃত্য অনুষ্ঠান। মুমূর্ষুকে রক্তদান, আসুন ওদের বাঁচাই প্রাণ- ভাবনাকে মাথায় রেখে ২৭তম বর্ষ স্বেচ্ছা রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো। ৬০ জন ব্যক্তি ওই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান উৎসবে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শঙ্খ চ্যাটার্জি, সমাজসেবী এবং কর্ণধার- শঙ্খ সেবা ফোরাম, অনুপ ঘোষ সেঞ্চুরিয়ান ব্লাড ডোনার, অরিন্দম দে পরিবেশ কর্মী এবং সেঞ্চুরিয়ান ব্লাড ডোনার, দেবাশীষ চক্রবর্তী সেঞ্চুরিয়ান ব্লাড ডোনার, শেখ মন্টু- সমাজসেবী, প্রদীপ পাত্র, সম্পাদক ব্যারাকপুর ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম, প্রতাপ দাস-সমাজসেবী, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রণব নন্দন চৌধুরী, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অরূপ পাইন, সমাজসেবী দীপক গুহ প্রমুখ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে হাওড়া শিবপুর থেকে সাইকেলে (সমাজ সেবা মূলক বিভিন্ন বিষয় প্ল্যাকার্ড সহ) ভ্রমণ করে এসে জীবনের ৩৪তম রক্তদান করেন অভিজ্ঞতা ব্যক্ত করেন প্রিয়জিত খাঁ।
স্বেচ্ছায় রক্তদান শিবির হ্নদয়পুরে
0%








