Banner Top

স্বাধীনতা দিবস উপলক্ষে শিলিগুড়িতে কেন্দ্রিয় বাহিনী

 

স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ জলপাইগুড়িতে কেন্দ্রিয় বাহিনী

        দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ আগামীকাল ১৫ই আগষ্ট, স্বাধীনতা দিবস। এই উপলক্ষে শিলিগুড়ির সব জায়গাতেই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোটা এনজেপী ষ্টেশনে মোতায়েন করা হয়েছে আর পি এফ। পুরো ষ্টেশনে মুড়ে ফেলা হয়েছে সেনাবাহিনী দিয়ে। এনজেপী ষ্টেশনের সবকটি প্লাটফর্মে এই পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে রাতে শিকারি কুকুরের পাহারা দেবার ব্যবস্থা করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সারারাত ধরে তারা পাহারা দেবে। শিলিগুড়ি এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাজুড়ে সশস্ত্র পুলিশ পাহারার ব্যবস্থা করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে। শিলিগুড়ির মোট তিনটি এলাকাজুড়ে গতকাল থেকেই পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা। এবারে দেশের ৭৫ বর্ষ স্বাধীনতা দিবস। তাই এবারের স্বাধীনতা দিবসটিকে আলাদাভাবে পালন করতে চায় কেন্দ্রীয় সরকার। তাই আগের থেকেই ডাকঘরে জাতীয় পতাকা বিলি করবার ব্যাবস্থা করা হয়েছিল। একদিকে স্বাধীনতা দিবস উদযাপন এবং অন্যদিকে নিরাপত্তা বলয় সব মিলিয়ে শিলিগুড়িতে একটা আলাদা পরিবেশ তৈরী হয়েছে। আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে শিলিগুড়িতে তৈরী থাকবে আধা সামরিক বাহিনী এবং বি এস এফ জওয়ান।

স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ জলপাইগুড়িতে কেন্দ্রিয় বাহিনী
User Review
83% (2 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment