স্বল্প মূল্যে ক্যাব রাইডের সুবিধা চালু
দাবদাহ লাইভ, কোলকাতা, শ্যামল করঃ ৪ঠা মে ২০২৪ ঠিক বিকেল পাঁচটায় কলকাতা ময়দান টেন্ট এ PAA CAB প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের সুবিধা বিষয়ক অনুষ্ঠান হয়। PAA CAB তিন পরিচালককে নিয়ে গঠিত, প্রথম জন সুকান্ত সরকার, দ্বিতীয় জন সুদীপ্ত ঘোষ, প্রধান পৃষ্ঠপোষক অজিত আগরওয়াল, তারা প্রত্যেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যাব সম্পর্কিত পি এ এ ক্যাব সম্পর্কে বিভিন্ন দিকগুলো বিশ্লেষণ করেন। টি রাইড এবং প্রি রাইড এই অ্যাপ ভিত্তিক ভ্রমণ ব্যবস্থার দুইটি আকর্ষণীয় বৈশিষ্ট্য আছে। যেমন, টি রাইডে জন্য অবিলম্বে ক্যাব বুক করা যাবে এবং ভাড়া স্বাভাবিক থাকবে ২৫ টাকা/কিলোমিটার হিসেবে। এতে যেকোনো ড্রাইভার টি রাইড-এর সঙ্গে সংযুক্ত হতে পারবে। এরপর, প্রি রাইডের জন্য ভ্রমণের তিন ঘন্টা আগে ক্যাব টি প্রি বুক করাতে হবে, আর এতে সাধারণ ভাড়ার থেকে ৫০% কম দাম ( আনুমানিক ১৫ টাকা / কিলোমিটার), তারা আরো জানান, প্রি রাইডে ক্যাব বুক করা থাকলে ড্রাইভার এর পক্ষ থেকে কোন কিছু বাতিল করা হবে না। শুধু তাই নয়, প্রি রাইড গুলিতে আমাদের পক্ষ থেকে তাদের আচরণ এবং দক্ষতার ভিত্তিতে চালক দের নিয়োগ করা হবে। প্রথমে তিনটি রাইড কলকাতার মধ্যে টি রাইড এবং প্রি রাইড বিনামূল্যে থাকবে বলে জানান উদ্যোক্তা গণ। তাদের এই উদ্যোগ সফল হয়েছিল ওই দিনের সান্ধ্য অনুষ্ঠানে, ক্যাব এর পরিচালন মন্ডলী সহ সকলের উপস্থিতি ছিল যথার্থই দেখার মতই, শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে বলে জানান। উদ্যোক্তাগণ যা বোঝাতে চাইছেন, সেটা হল, প্রি রাইড সার্ভিস যেকোনো শহরের মধ্যে, মোটর বাইকে যদি আপনি আরোহী হন, এখানে ৫ টাকা প্রতি কিলোমিটার, থ্রি হুইলারে যদি যান সে ক্ষেত্রে ১২ টাকা পার কিলোমিটার, ক্যাব ফোর সিটার ১৫ টাকা পার কে. এম, ক্যাব সেভেন সিটস্ ২৫ টাকা / কে এম। ওদিকে, টি রাইড সিস্টেম এ টু হুইলার বাইকের ক্ষেত্রে ৮ টাকা পার কেএম, থ্রি হুইলার ১৮ টাকা, ক্যাব ফোর সিটস ২৫ টাকা পার কে. এম. আর সেভেন সিটস্ ৩৫ টাকা/ কে এম বলে জানান, সংস্থার তরফ থেকে ভিনিথ আগরওয়াল, এছাড়াও উপস্থিত ছিলেন, অজিত আগরওয়াল এবং বিজয়া সরকার ম্যানেজার। সমগ্র দিক থেকে অনুষ্ঠান টি সুচারুরূপে পরিচালনা করেন, হ্যালো কলকাতার আশীষ বসাক। সবচাইতে সুবিধা জনক বিষয় হলো যেটা, রাস্তায় কিংবা সড়কে যদি কেহ বিপদের সম্মুখীন হন সঙ্গে সঙ্গে এই নম্বরে ফোন করলে ক্যাব কোম্পানি আপনার জন্য গাড়ি পাঠিয়ে দেবেন, এবং সুরক্ষা মত জায়গা পৌঁছে দেবেন, শুধু তাই নয় আপনি যদি দূর পাল্লার কোথাও বেড়াতে যান, ক্যাব বুক করুন, রওনা দিন নিজ গন্তব্যের দিকে অর্থাৎ এয়ারপোর্ট হোক বড় বড় রেলওয়ে জংশন হোক, এমনকি উদ্যোক্তারা এও জানান, রাস্তায় যদি জ্যামে পড়ে যান, দূরপাল্লার ট্রেন কিংবা ফ্লাইট ফেল করেন, পরবর্তী সময়ে তারাই ট্রেন কিংবা ফ্লাইট এর টিকিটের মূল্য দিয়ে আপনাকে আবার আপনার গন্তব্যে পৌঁছে দেবেন সম্পূর্ণ তাদের ভাড়ায়, সেক্ষেত্রে আপনাকে একটা খরচ করতে হবে না, সম্পূর্ণ ক্যাব কোম্পানি এর জন্য দায়ী থাকবে। এত বড় পরিষেবা আর কোথায় মিলবে না বলে উদ্যোক্তাদের আশ্বাস।

















