স্বচ্ছ ভারত মিশন শৌচাগার
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগণা জেলায় এবার ২৬০০০ শৌচাগার তৈরী করবে জেলা প্রশাসন। সেই অনুমোদন ইতিমধ্যে মিলেছে বলে খবর। প্রকল্প কাজ শুরু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়। স্বচ্ছ ভারত মিশন প্রকল্প কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্দ্যোগে বাস্তবায়ন বলে জানা যায়। সম্প্রতি বিশ্ব স্যানিটাইজেশন দিবস উপলক্ষ্যে প্রতি গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্পের মাধ্যমে প্রায় পনেরো হাজারের একটু বেশী আবেদন পত্র জমা পড়ে। প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক একাউন্টে সরাসরি দু’ দফায় পৌঁছে যাবে ১২০০০ টাকা। সামগ্রী কেনার জন্য প্রথম দফা আর কাজের মাঝামঝিতে বাকী টাকা পাবে।
স্বচ্ছ ভারত মিশন শৌচাগার
91%

















