স্বচ্ছতা কর্মসূচি পালনে কদম্বগাছি পঞ্চায়েতে
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ১লা অক্টোবর রবিবার ২০২৩ এক ঘণ্টার স্বচ্ছতা কর্মসূচি পালনের ডাক দিয়েছিলেন ভারত সরকার। সমগ্র দেশ জুড়ে এই কর্মসূচি পালিত হয়। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত চলে স্বচ্ছতা অভিযান কর্মসূচি। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ১ নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতও এই স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেয়। সমগ্র অঞ্চল জুড়ে স্বচ্ছতা বজায় রাখতে রাস্তাঘাট ঝাঁট দেওয়া, আবর্জনার স্তুপ সরিয়ে জঙ্গল কেটে পরিষ্কার করা, ব্লিচিং পাউডার ছড়িয়ে দূষণ মুক্ত করে সুস্থ পরিবেশ গড়ে তোলা যা এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল। ঝুড়ি, কোদাল, ঝাঁটা হাতে নিয়ে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত প্রধান মাধুরী মন্ডল, উপপ্রধান হাসিবুল আজাদ, বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শঙ্খ চ্যাটার্জি, কদম্বগাছি অঞ্চল তৃণমূল সভাপতি নিজামুল কবির এবং বারাসাত সংসদীয় জেলার তৃণমূলের কৃষান খেত মজদুর কমিটির সভাপতি মাফুজার রহমান সহ কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য ও সদস্যরা। এছাড়াও আইসিডিএস কর্মী, স্বাস্থ্যকর্মী, ডেঙ্গু প্রতিরোধ কর্মীরাও ওই স্বচ্ছতা কর্মসূচিতে অংশ গ্রহণ করেছিলেন। এদিন সকাল দশটা থেকে ১১টা পর্যন্ত কদম্বগাছি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কদম্বগাছি বাজার, কদম্বগাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্রামবাসীদের বাড়ির আনাছে কানাচে স্বচ্ছতার বার্তা নিয়ে এক ঘন্টার ওই কর্মসূচিতে গ্রামের সাড়া মেলে।

















