মায়ের বার্ষিক শ্রাদ্ধ স্টেশনে সর্বধর্ম মানুষকে নিয়ে প্রতি রোববার
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ মায়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর কাজ করলেন খড়দহ স্টেশনে দুপুরের মায়ের স্মৃতি উদ্দেশ্যে অসহায় কর্মহীন সর্বধর্ম সমন্বয়ে সমস্ত মানুষের হাতে তুলে দিতে দেখা গেল দুপুরের অন্য তাতে ছিল মাছ ভাত ডাল তরকারি এবং মিষ্টি বিশ্বজিৎ ভট্টাচার্যের আজ তার মায়ের দ্বিতীয় বর্ষের মৃত্যুবার্ষিকী ছিল এছাড়াও প্রতি রবিবারই এই খড়দহের স্টেশনে ৫০ থেকে ৬০ জন মানুষের সাথে অন্য তুলে দেন আজ মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় দেড়শ জনের মানুষের হাতে দুপুরের অন্য তুলে দিতে দেখা গেল। এই খাবার তুলে দেওয়ার মহান উদ্যোক্তা বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি বলেন প্রতিটি মানুষেরই উচিত যা সামর্থ্য আছে তারা এই সমাজের সমাজ চেতনামূলক কাজ করে যাওয়া উচিত বিশ্বজিতের ইচ্ছে ছিল বেশকিছু মানুষের হাতে প্রতিদিনই খাবার তুলে দেওয়া। কিন্তু সাধ্যের অতীত হয়ে যায় তাই তিনি প্রতি রবিবার মানুষের হাতে খাবার তুলে দেন দেখতে দেখতে কয়েক মাস হয়ে গেল তার এই সমাজসেবামূলক কর্মকাণ্ড। এছাড়াও এই শীতের মৌসুমে গরিব মানুষগুলোর হাতে শীতবস্ত্র তুলে দেবেন বলে তার আশা তার বক্তব্য মায়ের দ্বিতীয় বর্ষের কাজ নিজেদের আত্মীয়-স্বজনের মধ্যে করা যায়। কিন্তু অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে আজকের এই মহান কাজ তিনি করলেন খড়দহের স্টেশনে।
















