পড়ুয়াদের স্বাস্থ্য শিবির
দাবদাহ লাইভ, বর্ধমান, নিজস্ব সংবাদ দাতাঃ স্বাস্থ্য আর শিক্ষা – শিশুকিশোরদের বিকাশের দুই ডানা। আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যপরীক্ষার আয়োজনে এসে সেকথাই জানালেন বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা সুদীপ দাস। প্রায় তিনশ ছাত্রছাত্রীর উচ্চতা, ওজন, রক্তচাপ, চোখ, হার্ট তথা অন্যান্য সমস্যা নিয়ে আলাপচারিতার মাধ্যমে স্বাস্থ্যের হালহকিকত জানলেন সোসাইটির স্বাস্থ্য আধিকারিক ঐন্দ্রিলা সাধুখাঁ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুনীতা সাহা জানালেন, আমাদের বিদ্যালয়ে বছরে অন্তত চারপাঁচটি বিনামূল্য স্বাস্থ্যশিবির হয়ে থাকে, যা এই প্রত্যন্ত অঞ্চলের দারিদ্র্যসীমার আশেপাশে থাকা ছাত্রছাত্রীদের মহা উপকার করে। প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ দীননাথ দাসের কর্মজীবন উল্লেখ করে বলেন, মিডল স্কুলের সঙ্গে চারিটেবল হসপিটাল প্রতিষ্ঠা করে দীননাথ বুঝিয়ে দিয়েছিলেন আমাদের প্রায়োরিটি কী হওয়া উচিত। পুষ্টিবাগানের পরিচর্যা করে, এবং নিয়মিত স্বাস্থ্য়শিবির আয়োজন করে আমরা তাঁরই আদর্শ বহন করে নিয়ে চলেছি। ধন্যবাদ জানাই বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটিকেও।
নিউজ এক ঝলকে
স্কুলে পড়ুয়াদের স্বাস্থ্য শিবির
93%

















