সোনার বিস্কুট সহ ধৃত- ১
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পাচার কার্য ব্যর্থ করে বিপুল পরিমাণ সোনার বিস্কুট সহ এক ব্যাক্তিকে আটক করে বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। বিএসএফ সূত্রে জানা যায়, স্বরূপনগর এর বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী সীমান্ত দিয়ে এক পাচারকারী ওই সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে কর্তব্যরত বিথারী বিওপির ১১২ নম্বর ব্যাটেলিয়ন এর সীমান্তরক্ষী বাহিনী বিথারী সীমান্ত এলাকা থেকে দশ পিস সোনার বিস্কুট সহ মিন্টু গোলদার নামে ওই পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে। ধৃত মিন্টু গোলদারের বাড়ি স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দরকান্দা এলাকায়। বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত সোনার বিস্কুট সহ ধৃতকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে।








