সেচ মন্ত্রীদ্বয় সহ কারা মন্ত্রী দীঘা পরিদর্শনে
দাবদাহ লাইভ, বিশেষ প্রতিবেদকঃ সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক ও ইয়াসমিন সাবিনা পূর্ব মেদিনীপুর জেলার দীঘা পরিদর্শন করেন। জেলার স্থানীয় বিধায়ক তথা সংশোধনাগার দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরির উপস্থিতিতে এই পরিদর্শন। সাংবাদিকের মুখোমুখি মন্ত্রী পার্থ ভৌমিক জানান, পূর্ব পরিকল্পনা দ্রুত সম্পন্ন করার পাশাপাশি নতুন পরিকল্পনার জন্য আধিকারিকদের মতামত নেওয়া হচ্ছে। সব জেলার রিপোর্ট দ্রুত জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সেচ মন্ত্রীদ্বয় সহ কারা মন্ত্রী দীঘায় পরিদর্শনে
82.5%









