সেচের জলের সমস্যায় জয়পুরের চাষীরা
দাবদাহ লাইভ, হাওড়া, বাবু হকঃ হাওড়া জেলার জয়পুর থানার আমতা দুই নম্বর ব্লক, আমতা বিধানসভার অন্তর্গত মজা বা কানা দামোদর নদের জল নিকাশি নালা বা খালে জল না থাকায় সেচের জলের সমস্যা দেখা দিয়েছে চাষিদের মধ্যে; জলের হাহাকার শত শত মিটার দূরে জলসেচ পাইপ লাইন এর মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে একদিকে কেরোসিন তেল চড়া দামে কিনে চাষাবাদ করে বাড়তি টাকা খরচ করতে বাধ্য হচ্ছে। গ্রামীণ এলাকায় কথায় আছে আসায় মরে চাষা, এভাবেই চলছে বংশানুক্রমে চাষাবাদ, ঝড়, খরা, বান ঝঞ্ঝাট, চাষাবাদের সরঞ্জাম দিনকে দিন দাম বেড়েই চলেছে বলে কৃষক শংকর দলুই, আর এক কৃষক সৌরভ রায় বলেন ঠিক ঠাক দেখভালের অভাবে এলাকার ডোবা, খাল , বিল নালা সংস্থার নাহওয়ার ফলে ও এক শ্রেণীর মানুষ, এসব বুজিয়ে বা আটক করে ঘর, বাড়ি, দোকান, অফিস, কাছারি করে চলেছে ফলে জল সরবরাহ জল নিকাশি ব্যবস্থার দফারফা হচ্ছে, এ সম্পর্কে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে, প্রতিবাদিরাই আতঙ্কিত। জবরদখল কারিরা কোন না কোন ভাবে কারুর না কারুর ঘনিষ্ঠ বলে অনৈতিক কাজকর্মের রমরমা চলছে বলে জানা গিয়েছে।








