সুফল বাংলার স্টল দেগঙ্গায়
দাবদাহ লাইভ, দেগঙ্গা, হিরণ ঘোষালঃ আজ উত্তর ২৪ পরগনা দেগঙ্গায় চিত্ত বসু মার্কেট কমপ্লেক্সে পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দপ্তরের উদ্যোগে সুফল বাংলার স্থায়ী স্টলের উদ্বোধন হয়। উদ্বোধন করলেন রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল, এগ্রিকালচার মার্কেটিং এর প্রজেক্ট অফিসার গৌতম মুখার্জি, জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী সহ এডিএম।
সুফল বাংলার স্টল দেগঙ্গায়
0%

















