সিলেন্ডার থেকে উদ্ধার ফেনসিডিল, আটক পাচারকারী
দাবদাহ লাইভ, স্বরুপনগর, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ বাইকে করে নিয়ে যাওয়া গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেওয়ার আগেই বিএসএফের হাতে আটক ডেলিভারি বয়। সিলেন্ডার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেনসিডিল। বাজেয়াপ্ত করা হয় তাঁর বাইকটি। পরে স্বরূপনগর থানার পুলিশের হাতে উদ্ধার হওয়া ওই বিপুল পরিমান ফেনসিডিল, বাইক সহ পাচারকারীকে তুলে দেয় বিএসএফ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সীমান্তবর্তী তারালি গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্র অনুযায়ী বাইকে গ্যাস সিলেন্ডার নিয়ে তারালি গ্রামের দিকে যাওয়া এক সিলেন্ডার ডেলিভারি বয়কে আটক করে তল্লাশি চালায় তারালি বিওপি-র বিএসএফ এর জওয়ানরা। তল্লাশি চালিয়ে বাইকে থাকা গ্যাস সিলেন্ডার এর মধ্যে থেকে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে জওয়ানরা। গ্যাস সিলেন্ডার এর মুখ কেটে তার মধ্যে করে ওই বিপুল পরিমান ফেনসিডিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল স্বরূপনগরের শাঁড়াপুল নির্মান গ্রাম পঞ্চায়েতের রাঘবকাটি গ্রামের বাসিন্দা রাহুল মিত্র নামে এক পাচারকারী। উদ্ধারকৃত ১৭৫ বোতল ফেনসিডিল, দুটি সিলেন্ডার ও পাচারকারীর ব্যবহৃত বাইক সহ পাচারকারীকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ এর জওয়ানরা। এরপর ওই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে উদ্ধারকৃত ফেনসিডিল সহ ধৃতকে বারাসাত মহকুমা আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃত কতদিন যাবত পাচার কার্যের সাথে যুক্ত, তাঁর ওই কর্মকান্ডের সাথে আর কে বা কারা যুক্ত তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।





















