দাবদাহ লাইভ, বারাসাত, গনেশ রায়: সি পি ডি আর প্রতিষ্ঠা দিবস পালন। পতাকা উত্তোলনের মাধ্যমে সি পি ডি আরের প্রতিষ্ঠা দিবস পালন বারাসাত শাখা। মানবাধিকার সংগঠন সিপিডি আর পশ্চিমবঙ্গে ৩৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। শিয়ালদা বহুবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাসে এই দিন প্রতিষ্ঠা দিবসের সমাবেশ ছিল বেলা ২ টায়। আইনি জটিলতা কারণে বিকাল ৪ টের পর থেকে শুরু হয় সমাবেশ। মানবাধিকার সংগঠন সিপিডিআর এর রাজ্যসভাপতি জানান, ২ ঘন্টা পরে হলেও এই সমাবেশ আমার করতে পেরেছি, থামিয়ে রাখা যায় নি যাবে না। আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় আগামী দিনে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল হবে। এই মানবাধিকার বিপন্ন ও হরণের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সিপিডি আর লড়ছে এবং আরো জানান সাধারণ মানুষের জন্য সব সময় সিপিডিআর সাথে পাশে আছে। সিপিডি আর পশ্চিমবঙ্গ বারাসাত শাখার নিজস্ব অফিস সম্মুখে সিপিডি আর এর পতাকা উত্তোলন হয় এবং তারা শিয়ালদা বহুবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাসে সমাবেশে অংশ নেয়।এই দিনের অনুষ্ঠানে উপস্থিত মানবাধিকার সংগঠন সিপিডি আর পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি দয়াময় বিশ্বাস ,সাধারণ সম্পাদক দুলাল ঘোষ, রাজিব জাসওয়াল , মানবাধিকার সংগঠন উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি অশোক ভট্টাচার্য, বারাসাত শাখার সভাপতি শ্রী মনোজ কুমার জাসওয়াল , সহ সভাপতি শ্রী লক্ষীকান্ত দেবনাথ,অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মাধবী চক্রবর্তী মনিষ সরকার এছারা ও বিভিন্ন শাখা ও বিভিন্ন জেলার মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন। ও অনেক সদস্য ও সদস্যা এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
















