Banner Top

  সিপিডি আরের প্রজাতান্ত্রিক দিবস পালন

দাবদাহ লাইভ, বারাসাত, গণেশ রায়: ২৬ শে জানুয়ারি  ৭৬ তম প্রজাতন্ত্র দিবস, সকাল ১০ টায়  সিপিডি আর ওয়েস্ট বেঙ্গল  বারাসাত শাখার  নিজস্ব অফিসে  সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বক্তৃতা দেন সংগঠনের কার্যকরী সভাপতি  সুবীর রায় চৌধুরী  আমাদের দেশ ১৫ই আগস্ট ১৯৪৭ সালে স্বাধীন হলেও আমাদের সংবিধান ২৬শে জানুয়ারী ১৯৫০ সালে প্রবর্তিত হয়েছিল। ২৬শে জানুয়ারী ১৯৫০ সেই দিন যখন ভারত সম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল। এই কারণে প্রতি বছর ২৬শে জানুয়ারী গণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।  এই দিন থেকেই আমরা বলতে শুরু করেছি যে আমাদের নিজস্ব সংবিধান এবং আইন আছে এবং আমরা ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছি। প্রথমবার গণতন্ত্র দিবস ২৬শে জানুয়ারী ১৯৫০ সালে পালিত হয়েছিল তারপর থেকে এক বছর- দুই বছর- তিন বছর ২৬শে জানুয়ারী পালন করতে করতে  আজ ৭৫ বছর পূর্ণ হয়েছে। আপনাদের সবাইকে দেশের ৭৬তম গণতন্ত্র দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। একের পর এক সংগঠনের কর্মীরা বক্তৃতা দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল বারাসাত শাখার সভাপতি মনোজ কুমার জাসওয়াল, সাধারণ সম্পাদক সৌমিত ঘোষ, কার্যকরী সভাপতি সুবীর রায় চৌধুরী, সহ সভাপতি  লক্ষীকান্ত দেবনাথ, ক্যাশিয়ার মনিন্দ্র ঝা, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মাধবী চক্রবর্তী ও অন্যান্য সদস্য ও সদস্যারা সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়।

সিপিডি আরের প্রজাতান্ত্রিক দিবস পালন
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment