সিপিডিআর প্রতিষ্ঠা দিবস ভারতসভা হলে
দাবদাহ লাইভ, বারাসাত, গনেশ রায়ঃ ১০ ই আগস্ট বেলা ২ টায় ভারত সভা হলে সিপিডি আরএর ৩৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন ভারত সভা হলের মঞ্চ থেকে, সিপিডি আর এর রাজ্য সভাপতি দয়াময় বিশ্বাস জানান, ভারতবর্ষের যা অবস্থা মনিপুরের মতো ঘটনা, ভারতের যে কোন জায়গায় ঘটে যেতে পারে। মনিপুরে জাতিদাঙ্গা চলছে ,মনিপুরে যাতে শান্তি ফিরে আসে তার জন্য আমরা রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের কাছে চিঠি করেছি। মাননীয়া রাষ্ট্রপতিকে চিঠি লিখেছি। জাতীয় মানবাধিকার কমিশনকে অনুলিপিও পাঠানো হয়েছে। আরো জানান মালদায় ও বাসন্তীতে মানবাধিকার বিপন্ন হয়েছে, মানবাধিকার হরণ হয়েছে, এই মানবাধিকার বিপন্ন ও হরণের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে একমাত্র সিপিডি আর লড়ছে। এই দিন সকাল ১০ টায় প্রতিষ্ঠা দিবসে, সিপিডি আর পশ্চিমবঙ্গ বারাসাত শাখার নিজস্ব অফিসে বারাসাত শাখার কর্মীরা সিপিডি আর এর পতাকা উত্তোলন হয় এবং তারা ভারত সভা হলে সমাবেশে অংশ নেয়।এই দিনের অনুষ্ঠানে উপস্থিত মানবাধিকার সংগঠন সিপিডি আর পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি দয়াময় বিশ্বাস ,সাধারণ সম্পাদক দুলাল ঘোষ, রাজিব জাসওয়াল , মানবাধিকার সংগঠন উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি অশোক ভট্টাচার্য, বারাসাত শাখার উপদেষ্টা অনুপ কুমার বাইন, সভাপতি মনোজ কুমার জাসওয়াল ,সাধারণ সম্পাদক সৌমিত ঘোষ, সহ সভাপতি লক্ষীকান্ত দেবনাথ। এছারা ও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক সদস্য ও সদস্যা বিন্দ এবং বিভিন্ন শাখার মানবাধিকার কর্মীরা।

















