সিপিডিআরের বিজয়া সম্মেলন বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, গনেশ রায়: প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ। সিপিডি আর মানুষের অধিকার রক্ষার লড়াই করে বলে মন্ত্রী জানান। তাঁর কথায়, এই প্রতিষ্ঠানের সার্বিক চেহারাই মানুষের জন্য ভাবা; মানুষের অধিকার প্রতিষ্ঠিত করাই এই সংগঠনের মূল লড়াই। এটাই তাদের কাজ এবং এই কাজটা বেশি কেউ করতে পারে না, খুব কম সংখ্যক লোক করে বলে জানান। উল্লেখ্য, সেই কঠিন কাজটা করে এবং এই মানুষেরা নিজেদের সংসারি জীবনের বাইরেও ভাবে মানুষের জন্য কিছু করার। মন্ত্রী আরো জানান, নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমদের তো করতেই হয়, আপনারা তো নির্বাচিত নন তবুও আপনারা মানুষের কথা ভাবেন, মানুষের জন্য চেষ্টা করেন বলে মন্ত্রী রথীন ঘোষ বয়োজ্যেষ্ঠদের প্রনাম আর সকলকে আন্তরিক শুভেচ্ছা জানালেন। বার্তা দিলেন দেবী দূর্গার বিদায়লগ্নে,১২ ই অক্টোবর রবিবার ১০ টা থেকে – সন্ধ্যা ৬ টা পর্যন্ত, বারাসাত তিতুমীর সভাকক্ষে জেলা পরিষদ ভবনে মানবাধিকার সংগঠন সিপিডিআর বারাসাত শাখার উদ্যোগে এক বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে এসে মন্ত্রী এই বার্তা দিলেন বলে জানা যায়। বিজয়া সম্মেলন অনুষ্ঠানে আমন্ত্রণে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পুরপ্রধান নিমাই ঘোষ, বারাসাত পৌরসভার উপপৌরপ্রধান তাপস দাশগুপ্ত সহ সংগঠনের উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি অশোক ভট্টাচার্য, শাখা সভাপতি মনোজ কুমার জাসওয়াল, সাধারণ সম্পাদক অনুপ কুমার বাইন, কার্যকরী সভাপতি সুবীর রায় চৌধুরী, সহ সভাপতি লক্ষীকান্ত দেবনাথ, ক্যাশিয়ার মাধবী চক্রবর্তী , মনিষ সরকার এবং এলাকার মানবাধিকার কর্মীরা। সঙ্গীত শিল্পীদের কিছু ভালো লাগা গান, কবিদের কবিতা আবৃত্তি ও নাটক সহ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সমাপ্তি হয় বলে জানা যায়।
সিপিডিআরের বিজয়া সম্মেলন বারাসাতে
94%

















