সিনিয়ার সিটিজেনদের পাশে প্রশাসন
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ আমাদের মনে পড়ে যায় ভুপেন হাজারিকার সেই বিখ্যাত গান; মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না গতকাল সন্ধ্যায় মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ ময়দানে মধ্যমগ্রাম পুলিশ স্টেশন/ বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশ এবং মধ্যমগ্রাম পুরসভার সহযোগিতায় দূর্গা পুজো কালী পুজো ঈদ ও ছট পুজো এই সামাজিক অনুষ্ঠানের উদ্যোগতাদের পুরস্কৃত করা হয় সোমবার সন্ধ্যায়, সহযোগিতায় ছিলো মধ্যমগ্রাম থানা এবং মধ্যমগ্রাম পুরসভা। ছট পুজো/ ঈদ/ দুর্গা পুজো কালী পুজো এসব উদ্যোতাদের হাতে পুরস্কার ও চেক তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত মধ্যমগ্রাম থানার ওসি সতিনাথ চট্টোরাজ সাথে ছিলেন বারাসাত জেলার এস পি ম্যাডাম প্রতিক্ষা ঝাড়খাড়িয়া; এছাড়াও মঞ্চে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ এবং মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, পুরসভার কাউন্সিল ইন সদস্য অরবিন্দ মিত্র, সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এদিনের মঞ্চ থেকে মধ্যমগ্রামের সিনিয়র সিটিজেনদের জন্য এক পাইলট প্রজেক্ট ঘোষণা করেন জেলার এস পি ম্যাডাম। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস পি ম্যাডাম বলেন এই পাইলট প্রজেক্ট নেওয়ার কারণ হচ্ছে সিনিয়র সিটিজেন যাদের কেউ দেখার নেই এবং যাদের ছেলে মেয়েরা পড়াশোনার জন্য বাইরে থাকেন তাদের জন্যই এই প্রজেক্ট। রাত বিরেতে কোনো বয়স্ক মানুষের শরীর খারাপ হলে যাদের দেখার কেউ নেই তাদের বাড়িতে ওসুধ পৌঁছে দেওয়া হবে ,এই ব্যাপারে মধ্যমগ্রাম পুরসভার পক্ষ থেকে সাহায্য পাওয়া যাবে পাশে আছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এস পি ম্যাডাম সংবাদমাধ্যমকে আরও জানান মিউনিসিপ্যালিটির হেল্থ কার্ড, এলাকার প্রাইভেট নার্সিংহোম এবং অনলাইন টেলি মেডিসিন প্রত্যেকের সাথেই টাইআপ করেছেন।বাগবান পাইলট প্রজেক্ট কেন নামকরণ করা হয়েছে এই ব্যাপারে এস পি ম্যাডাম বলেন অমিতাভ বচ্চনের অভিনীত সিনেমার চরিত থেকেই নামট নেওয়া। তিনি বলেন বাড়িতে ফল / ফুলের গাছ থাকলে আমরা যেমন যত্ন করি সময়মতো জল সার দিই তেমনই সিনিয়র সিটিজেনদের যত্ন নেয়া হবে খেয়াল রাখা হবে সাথে আছে স্থানীয় থানা ও পুরসভা। এবং বাগবান পাইলট প্রজেক্টের মধ্যে দ্বিতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে সিনিয়র সিটিজেনদের বিশেষ করে পঁয়ষট্টি বছর বয়সী লোকদের হ্যাকার ও সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষা করা । অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত ধরে বাগবান স্যুভেনিরের উদ্বোধন করা হয়। সিনিয়র সিটিজেনরা এই ব্যাপারে কোথায় যোগাযোগ করবেন প্রশ্ন করলে জেলার এস পি ম্যাডাম প্রতিক্ষা ঝাড়খাড়িয়া সাংবাদিকদের বলেন এই সুভেনিরে একটা ফর্ম আছে এবং প্রতিটা ওয়ার্ডে একজন করে অফিসার থাকবেন তারা ফর্ম জমা নিয়ে আমাকে দেবেন এবং এই ব্যাপারে স্থানীয় কাউন্সিলর সহ পুরসভারও সাহায্য পাওয়া যাবে। সাইবার স্পেস সম্বন্ধে বলতে গেলে ম্যাডাম জানান চাকরি করে বয়স্ক লোক জন হয়তো ভালো সেভিংস করেছেন ওটা কি করে সিকিউর করবেন সেটা তারা জানেন না। সেই ব্যাপারেও বাগবান প্রজেক্টের সাথে যুক্ত হচ্ছে। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের উদ্যোক্তাদের দূর্গা পূজো কালী পুজো ছট ও ঈদ এই পার্বনের জন্য হাতে অর্থমূল্য তুলে দেওয়া হয় সাথে ছিলো সু দৃশ্য স্মারক মেঘদূত শক্তি সংঘ( কালীপুজোয় প্রথম স্থান অধিকার করার জন্য তাদের হাতে পঁচিশ হাজার টাকার চেক ও স্মারক তুলে দেওয়া হয়। কালীপুজোয় দ্বিতীয় স্থান অর্জন করেছে ( চন্ডিগড় ইউনাইটেড এথালেটিক ক্লাব ( তাদের হাতে পনেরো হাজার টাকার চেক ও অন্যান্য পুরস্কার তুলে দেন বিশিষ্ট অতিথিরা কালী পুজোয় ইয়ং রিক্রেয়েশান ক্লাব তৃতীয় স্থান অধিকার করার জন্য তাদের হাতে দশ হাজার টাকা ও স্মারক তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ ।উদয়রাজপুর দক্ষিণ পাড়া পুজো কমিটির হাতে দুর্গা পুজোয় প্রথম স্থান অধিকার অর্জনের জন্য পঁচিশ হাজার হাজার চেক ও স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি ঈদ উৎসবে প্রথম স্থান অর্জনের জন্য উদয়রাজপুর জামে মসজিদের পক্ষ থেকে উদ্যোগতাদের হাতে পঁচিশ হাজার টাকার চেক ও স্মারক তুলে দেওয়া হয়। এছাড়াও ছট পুজোর বিভিন্ন উদ্যোগতাদের হাতেও প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
নিউজ এক ঝলকে
সিনিয়ার সিটিজেনদের পাশে প্রশাসন
94%

















