সিকিমে অকালে তুষারপাতে আটকে পর্যটকরা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ আবহাওয়ার খামখেয়ালী মনোভাব, সম্প্রতি, সূর্যাস্তের পরে পূর্ব সিকিমে আচমকা তুষারপাত ঘটনায় অন্তত আটকে পড়েন ১০০০ জন পর্যটক। পর্যটকদের উদ্ধার করতে নামানো হয় সেনা। প্রসঙ্গত এক সেনাকর্তা জানিয়েছেন, আচমকা সূর্যাস্তের পর তুষারপাতের ঘটনা ঘটে। তুষারপাতার ঘটনা ঘটেছে পূর্ব সিকিমের নাথুলা ও ছাঙ্গু যাওয়ার রাস্তায়। আটকে পড়ে পর্যটকদের গাড়ি। অন্তত ১১৩ টি গাড়ি আটকে পড়ে বলে জানানো হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত পর্যটকদের উদ্ধারের অভিযানে নামে সেনাবাহিনী। বরফ সরিয়ে আটক পর্যটকদের উদ্ধার করা হয়। তাদের নিয়ে যাওয়া হয় সেনা ছাউনিতে, সেখানে প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়।
কাঠ চোরাই রুখল বনদপ্তর
নিউজ এক ঝলকে
সিকিমে অকালে তুষারপাতে আটকে পর্যটকরা
0%









