সাস্থ্য সাথী কার্ডের সূচনা মধ্যমগ্রাম পুরসভার হাসপাতালে
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ দোসরা জানুয়ারী মধ্যমগ্রাম পুরসভার মাতৃসদন হসপিটালে সাস্থ্য সাথী কার্ডের শুভ সূচনা হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রথীন ঘোষ/ নিমাই ঘোষ/ প্রকাশ রাহা ও পঙ্কজ কান্তি চন্দ। দোসরা জানুয়ারী থেকেই এই সাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে বলে দাবদাহ ডিজিটালকে জানিয়েছেন রথীন ঘোষ। সংবাদমাধ্যমে তিনি আমাদের আরও বলেন এটা মধ্যমগ্রাম পুরসভার হাসপাতালে ছিলো না বিধায়ক ও চেয়ারম্যানের প্রচেষ্টায় দোসরা জানুয়ারী আনুষ্ঠানিক ভাবে সেই পোর্টালের উদ্বোধন হয়েছে ।এর পাশাপাশি খাদ্যমন্ত্রী আমাদের আরও জানান বেসরকারী হাসপাতালে যাদের এনডোল্ড আছে তারা সাস্থ্য সাথী কার্ড ফেরাতে পারবে না, শুধু যাদের এনডোল্ড নেই তাদের নিজস্ব কিছু ডিসক্রিয়েশান থাকে,প্রথম অবস্হায় অনেকেই না নেওয়ায় চেষ্টাই করে পরে চাপে পড়ে অনেকেই নেয়। এছাড়াও আগামী দিনে মধ্যমগ্রাম গ্ৰামীন হাসপাতাল নিয়ে রাজ্য সরকারের একটা ভবিষ্যতে ভাবনা চিন্তা আছে বলেও আমাদের জানিয়েছেন তিনি ।খাদ্য মন্ত্রী বলেন তিনি তার বিধানসভা কেন্দ্র বাগবান্দা সাইবেরিয়া কেন্দ্র যেটা দশ বেডের হয়েছিলো সেটা এখন তিরিশ বেড হচ্ছে। এবং সেই বাড়ি তৈরীর জন্য মূখ্যমন্ত্রীর সাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পাঁচ কোটি উনিশ লক্ষ টাকা সাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনুমোদন দিয়েছেন ,তার টেন্ডারও হয়ে গেছে উনিশে জানুয়ারী সেই টেন্ডার খুলবে ওটা খুললেই এবং বিল্ডিংটা হয়ে গেলেই অনেক মানুষ সুবিধা পাবেন বলে আমাদের জানান রথীন ঘোষ।
সাস্থ্য সাথী কার্ডের সূচনা মধ্যমগ্রাম পুরসভার হাসপাতালে
98%

















