১০ আগষ্ট পোষ্টাল ধর্মঘটের প্রচারে মিছিল ও সভা বনগাঁয়
দাবদাহ লাইভ, বিশেষ প্রতিবেদকঃ পোষ্ট অফিস বেসরকারীকরণের বিরুদ্ধে ১০ আগষ্ট সারা দেশ ব্যাপী ধর্মঘটের প্রচারে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ শহরে এক মিছিল পরিক্রমার পর শহরের প্রাণ কেন্দ্র নীলদর্পণের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। ধর্মঘটের প্রেক্ষাপট সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করানোই এই মিছিল ও পথসভার উদ্দ্যেশ্য। উল্লেখ্য, সারা ভারত ডাক কর্মচারী সংগঠন সহ ১২ জুলাই কমিটি, স্বল্প সঞ্চয় এজেন্ট সংগঠন ও পেনশনার সংগঠনের যৌথ উদ্দ্যোগে এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেল সম্পাদক নির্মল দে সহ পীযুষ কান্তি সাহা, অর্কদেব রায়, প্রকাশ ভারতী, সুবিদ আলি মোল্লা ও অভিজিৎ পাল। সকলেই ডাকঘর বেসরকারিকরনের তীব্র বিরোধিতা করেন। পাশপাশি কেন্দ্রিয় সরকারের বিভিন্ন কর্মসূচী ও কার্যধারা নিয়ে চরম সমালোচনা করেন। এই অপশাসনের বিরুদ্ধে গর্জে ওঠার আবেদনও জানান নেতৃত্বরা।



























