সারা বাংলা ফাস্ট এইড প্রতিযোগিতা বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ ২৫ তম সারা বাংলা ফাস্ট-এইড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত সেন্ট জনস এ্যাম্বুলেন্স এসোসিয়েশন দপ্তরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে সভাধিপতি নারায়ণ গোস্বামী, বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশনি মুখার্জী, অতিরিক্ত জেলা শাসক ও এসোসিয়েশনের চেয়ারম্যান মনীষ মিশ্র, সম্পাদক মানবেন্দ্র নাথ মণ্ডল, বারাসাত সদর মহকুমা শাসক সোমা সাউ, ডাঃ বৈদ্যনাথ মুখোপাধ্যায়, সমীর দাস ও কনভেনর শ্যামল মুখোপাধ্যায় প্রমুখ। সেন্ট জনস এ্যাম্বুলেন্স সারা বছর এম্বুলেন্স ও নার্সিং পরিষেবা দিয়ে সামাজিক দায়বদ্ধতার দায়িত্ব পালনে নিষ্ঠাবান বলে জানা যায়। সম্পাদক সুকমল সাহা জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে। রাজ্য থেকে ডাঃ অশোক রায় ছাত্র ছাত্রী প্রতিনিধি যোগদান করেছেন।

















