সারাবাংলা অঙ্কন রত্ন অণ্বেষণ প্রতিযোগিতা
দাবদাহ লাইভ, হাবরা, হিরণ্ময় চক্রবর্তী, ২৫সেপ্টেম্বরঃ আজ দেবীপক্ষের সূচনা লগ্নে হাটথুবা হাইস্কুলে অঙ্কন রত্ন অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷ চন্দ্রকোণা রোড আর্ট সোসাইটির ব্যবস্থাপনায় হাবড়ার হাটথুবা স্থিত এই সেন্টারে সাতটি বিভাগের মোট দু’শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়৷ স্বর্গত সুকুমার রানার স্মৃতির উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুরের এই সংগঠন ব্লক ভিত্তিক সেন্টার করে এ বছর ষষ্ঠবর্ষের সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে৷ হাবড়া হাটথুবার সেন্টার-ইন-চার্জ দীপায়ন দাস জানান, “এ বারের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের থেকে ভালো সারা পেয়েছি৷ আগামীতে গোটা বাংলার ছাত্র-ছাত্রীদের স্বার্থে গীতাঞ্জলি নামাঙ্কিত অ্যাকাডেমি তৈরী করে প্রকৃত অঙ্কন শিক্ষার পরিবেশ তৈরির চেষ্টা করবো৷” সারা-বাংলা এই অংকন প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷








