সামাজিক অবক্ষয় উদ্বিগ্ন হাবরা সাহিত্যসভা
দাবদাহ লাইভ, হাবরাঃ সম্প্রতি, এক সন্ধ্যায় হাবরা সাহিত্য সভা কমিটি-র উদ্যোগে বাণীপুরে দেবমন গৃহে এক বিশেষ সভায় ঐ এলাকার বিশিষ্ট বেশ কিছুজন সাহিত্যপ্রেমি মানুষ উপস্হিত ছিলেন। আহ্বায়ক বাসুদেব সেন বর্তমান দেশ-কালের প্রেক্ষিতে কবি- সাহিত্যিকদের এক বিশিষ্ট ভূমিকা নেবার আহ্বান জানান। যোগাযোগ রাখা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের দূষিত অবক্ষয় দূর করার প্রয়োজনীয়তার কথা তিনি বলেন। এদিনের অনুষ্ঠানে ক্রাকার কবিতা পত্রের আষাঢ়, ১৪২৯ বর্ষা সংখ্যার প্রকাশ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রাকার কবিতা পত্রের সম্পাদক অরুণকুমার দত্ত, কবি গৌরাঙ্গ দাস, রাইলি সেনগুপ্ত, বাণীবীথিকা পত্রিকার সম্পাদিকা টুলু সেন, অবগুন্ঠন পত্রিকার সম্পাদক অমিতাভ দাস, সাংবাদিক ও অনুষ্ঠানের সঞ্চালক পাঁচুগোপাল হাজরা, ভ্রমণ সাহিত্য লেখক স্বপন চক্রবর্তী, গল্পকার তন্ময় সরকার, বিষ্ণু সরকার, কবি গৌরব পাল প্রমুখ। হাবরা সাহিত্য সভা-র মূল উদ্যোক্তা ও অফলাইন পত্রিকার সম্পাদক সৌরভ চট্টোপাধ্যায় সবাইকে ধন্যবাদ জানান এবং প্রতি মাসে হাবরা থানা এলাকার বিভিন্ন প্রান্তে এইরকম সভা করে জনসংযোগ বাড়ানো ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহন করার আবেদন জানান। বিভিন্ন লেখক লেখিকার লেখার সামগ্রিক পর্যালোচনা করেন অমিতাভ দাস। সবাইকে এগিয়ে যাবার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সভাপতি স্বপন চক্রবর্তী আজকের এই মহতী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।









