Banner Top

সাপের কামড়ে ওঝাগিরিতে মৃত্যু চন্দ্রকোনায় 

সাপের কামড়ে ওঝাগিরিতে নিজের মৃত্যু ডেকে আনলেন

       দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ  বিষধর সাপ কামড়ানোর পর হাসপাতালে না গিয়ে,  নিজেই নিজের চিকিৎসা করছিলেন এক ওঝা৷ আর তাতেই ঘটলো বিপদ। সাপের বিষ রক্তে ছড়িয়ে গিয়ে মৃত্যু হল ওঝার।  চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-২ ব্লকের কুঁয়াপুর গ্রামে৷ মৃতের নাম গণেশ বাগাল৷ মাছ ধরার জালে আটকে থাকা সাপটিকে উদ্ধার করতে গেলে ছোবল মারে সাপটি৷  স্থানীয়রা জানিয়েছেন, নিজেই গাছগাছরা দিয়ে ওষুধ বানিয়ে চিকিৎসা করেছিলেন গণেশ বাগাল। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি৷ পরে গ্রামবাসীরা তাঁকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে অবস্থার অবনতি হলে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়৷   মাঝ রাস্তায় তাঁর মৃত্যু হয়৷ এরপর গণেশ বাগালকে ফের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ গণেশ বাগালের দেহ ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে৷ স্থানীয়দের দাবি, সাপ কামড়ানোর পর হাসপাতালে যেতে রাজি হননি গণেশ বাগাল৷ নিজেই চিকিৎসা করেন৷ আর সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীর ধারণা৷ সময়ে হাসপাতালে গেলে এমনটা হতো না বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

নিউজ এক ঝলকে

INVITING TO WORK AS EXECUTIVE SALES PERSONNEL FOR DABADAHA LIVE; INTERESTED PERSON MAY CONTACT 8583 9101 94

সাপের কামড়ে ওঝাগিরিতে নিজের মৃত্যু ডাকে আনলেন
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment