সাতসকালে ব্যাহত মেট্রো পরিষেবা, বিপাকে যাত্রীরা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ সকালবেলা মেট্রো চলাচল শুরু হবার কিছু সময় পরই গুরুত্বপূর্ণ ব্লু লাইনের একটি মেট্রো স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পরিষেবা ব্যাহত হয়। ফলে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। তবে আংশিকভাবে পরিষেবা মিলছিল বলে মেট্রোরেল সূত্রে খবর। বৃহস্পতিবার রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটে। মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এদিন সকাল ৭:৩৫ মিনিট নাগাদ আচমকা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ব্যাহত হয় মেট্রো পরিষেবা। তবে ভাঙা পথে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে ময়দান ও শহীদ ক্ষুদিরাম থেকে উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা মিলছিল বলে জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ। সাতসকালে এহেন ঘটনায় বিপাকে পড়েন দৈনন্দিন যাতায়াতকারী স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রীরা। যাত্রীদের কথায়, ‘যেখানে মেট্রোর ব্লু লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে কেবল এদিনই নয়, প্রায়শই নানারূপ সমস্যায় মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় নাকাল হতে হচ্ছে ব্লু লাইনের যাত্রীদের। এদিকে ফাটলের কারণে তো কবি সুভাষ পর্যন্ত এখনও সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা’- এমনটাই জানান মোট্রো যাত্রীরা। তবে যাত্রীদের কথা মাথায় রেখে দ্রুততার সাথে সমস্যার সমাধান করার পর সকাল ৮:১৭ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় বলে দাবি মেট্রোরেল কর্তৃপক্ষের।
সাতসকালে ব্যাহত মেট্রো পরিষেবা, বিপাকে যাত্রীরা
0%

















