সাড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকী
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর পরিচালিত আগরপাড়ার স্বামী বিবেকানন্দ অ্যাকাডেমিতে শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সারম্বরে পালিত হয় স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকী। এক শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠান। এরপর হয় পূজা-পাঠ পর্ব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দজী মহারাজ, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, এক হাজারেরও বেশি পড়ুয়াসহ তাদের অভিভাবকেরা। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দজী মহারাজ জানান, যুগাচার্য স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর কর্তৃক পরিচালিত আগরপাড়া স্বামী বিবেকানন্দ একাডেমীতে এদিন তারা পালন করেছেন। একটি শোভাযাত্রার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা হয়। যেখানে এক হাজারেরও বেশি পড়ুয়া ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের সমগ্র সমস্যার সমাধান করে গেছেন। দুর্ভাগ্যের বিষয় আমরা ভারতবাসী হয়ে তার বানীগুলোকে অনুসরণ করি না। স্বামীজির আদর্শ প্রত্যেকের অনুসরণ করা উচিত, যার মূল কথা শিব জ্ঞানে জীব সেবা। এদিনের অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক জীবের মধ্যে ভগবান বিরাজমান এই বার্তাই প্রেরণ করতে চেয়েছেনসমাজের বুকে। সম্মান এর সাথে যদি ছোট-বড়, ধনী-দরিদ্র প্রত্যেকের প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করা যায়, তাহলে সমাজের বুক থেকে মুছে যাবে সকল বিভেদ, বিরাজিত হবে কেবল ঐক্য। বর্তমানে দেশ তথা রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নামে, ধর্মের নামে যে মতানৈক্য, বিভেদ চলছে তা বিনষ্ট হবে। ফলস্বরূপ ভারতবর্ষ পুনরায় সুন্দর হয়ে উঠবে। তবেই হবে স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপনের স্বার্থকতা। এমনই মনোভাব এদিন পোষণ করেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক।
বিবেক দিনে ফুটবল টুর্ণামেন্ট
নিউজ এক ঝলকে
সাড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকী
0%

















