সাংবাদিক আক্রান্তে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ সাংবাদিকের উপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ আনলেন খোদ সাংবাদিক শ্যামল কর। সম্প্রতি, তাকে খড়বাগানের কয়েকজন এসে পুরানো কোন রাগের বিষয়ে তাঁকে গালাগালিজ ও মুখে ঘুসি মারে বলে থানায় অভিযোগ জানাতে গেলে মারের উল্লেখ না করে সাংবাদিককে দিয়ে লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগও উঠেছে। আরও উল্লেখ করা যেতে পারে, সরকারী হাসপাতালের মেডিক্যাল অফিসারের রিপোর্টে বেলা একটায় ঠোঁটে ও মুখে রক্তের দাগ বলে উল্লেখিত হওয়া সত্ত্বেও মারের কথা বেমালুমভাবে অনুল্লেখিত। উল্লেখ্য, উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর পৌর এলাকায় বসবাস করেন এই সাংবাদিক। জমি জায়গা নিয়ে দীর্ঘ দিনের কোন রাগ থেকে এই ঘটনা বলে সাংবাদিক নিজে জানালেন। এ ব্যাপারে পুলিশি তদন্ত চলছে বলে জানা যায়।








