সরকারি বাসের টিকিট কাউন্টার বন্ধে ক্ষোভ মধ্যমগ্রামে
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ নেতাজী মূর্তি সংলগ্ন মধ্যমগ্রাম চৌমাথা লাগোয়া বাস স্ট্যান্ডের পাশে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে মধ্যমগ্রাম পুরসভা অনুমোদিত সরকারি বাসের টিকিট কাউন্টার। তারাপীঠ/ বাঁকুড়া/ জয়রাম বাটি / কামারপুকুর/আসানসোল/ মায়াপুর সহ বিভিন্ন দূর পাল্লার টিকিট মিলতো এই টিকিট কাউন্টার থেকে। দীর্ঘ দিন ধরে এই কাউন্টার থেকে পরিষেবা না পাওয়ায় মধ্যমগ্রাম সহ আশেপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে এই বন্ধ হয়ে যাওয়া কাউন্টার প্রসঙ্গে ক্ষোভের সৃষ্টি হচ্ছে বলে জানা যায়। উল্লেখ্য, মধ্যমগ্রাম পুরসভার অনুমোদিত এই কাউন্টার আবার চালু হউক, তা’ এলাকার ভ্রমণ পিপাসুরা ইতিমধ্যে দাবী তোলার তোড়জোড় শুরু করছেন বলে জানাও যায়।
সরকারি বাসের টিকিট কাউন্টার দীর্ঘদিন বন্ধ মধ্যমগ্রামে
0%

















