সম্পত্তি কর আদায়ে পি ও এস মেশিন শিলিগুড়িতে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে, স্থানীয় রবীন্দ্র মঞ্চ থেকে সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে অত্যাধুনিক পদ্ধতিতে কর আদায়ের জন্য পুর কর্মীদের হাতে পি ও এস মেশিন তুলে দেওয়া হলো আজকে মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য এম এম আই সিরা। মেয়র জানালেন জনসাধারনের যাতে উপকার হয় সেকারনেই এই ব্যবস্থা করা হল পুরসভার তরফ থেকে। মানুষের জন্যই আমরা। আমাদের কর্তব্য মানুষের জন্য কাজ করা ও সুষ্ঠুভাবে পরিসেবা দেওয়া।
সম্পত্তি কর আদায়ে পি ও এস মেশিন শিলিগুড়িতে উদ্বোধনে মেয়র
94%








