সম্পত্তির বিবাদে শিশুকন্যার গায়ে অ্যাসিড ছুঁড়ল দাদু-দিদা
দাবদাহ লাইভ, তমলুক, অক্ষয় গুছাইতঃ সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে নিজের নাতনির গায়ে অ্যাসিড ছুঁড়ে মারল দাদু-দিদিমা। বাদ গেল না মেয়েও। অ্যাসিড আক্রমণে গুরুতর জখম হয়েছেন মা ও তিন বছরের শিশুকন্যা। অ্যাসিড আক্রমনের এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার চকশ্রীকৃষ্ণপুর এলাকায়। আক্রান্ত মা ও শিশুর চিকিৎসা চলছে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকার বাসিন্দা বিশ্বজিত সামন্ত তাঁর স্ত্রী ও তিন বছরের শিশুকন্যাকে নিয়ে তমলুক থানার কুলবেড়িয়া এলাকায় ভাড়া থাকতেন। বিশ্বজিতের নিমতৌড়ি এলাকায় একটি চায়ের দোকান রয়েছে। তাঁর স্ত্রী মৌমিতা মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরেই শ্বশুর-শাশুড়ির সম্পত্তিগত বিবাদ চলছিল। অভিযোগ, মৌমিতা এবং তার শিশুকন্যা ফুল তুলতে এলে শ্বশুর-শাশুড়ি তাঁদের মেয়ে ও নাতনির উপর চড়াও হয়। নাতনিকে অ্যাসিড ছুঁড়ে মারে মৌমিতার মা সন্ধ্যারানী সামন্ত ও বাবা রামপ্রসাদ সামন্ত। বাধা দিতে এসে আক্রান্ত হয় মৌমিতাও। সেখান থেকে কোনওরকমে দুজন পালিয়ে বিশ্বজিত বাবুর চায়ের দোকানে চলে আসেন। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। সেখানেই তাদের চিকিসার ব্যাবস্থা করা হয়। গোটা ঘটনায় তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
















