সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিল এক তরুণী। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। শেষমেশ পুলিশের তৎপরতায় গ্রেফতার হয় অভিযুক্ত ওই তরুণী। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর ভাটপাড়া থানা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটপাড়া থানার রথতলার শীতলা তলা এলাকার বাসিন্দা ২৯ বছরের রিয়া কর্মকার সিং, স্বামীর মৃত্যুর পর বাপের বাড়িতেই থাকতো। গত ২৯ ডিসেম্বর রিয়া আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে। মুহূর্তেই ওই ছবি বিপুল পরিমানে শেয়ার হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় ব্যপক হইচই শুরু হয়েছিল। নেটিজেনরা বিভিন্ন প্রশ্নও ছুড়ে দিয়েছিলেন। বিষয়টি ভাটপাড়া থানার পুলিশের নজরেও আসে। ছবিটি সামনে আসতেই তৎপর হয়ে ওঠে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখতে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করে তদন্তকারীরা। শেষমেশ বৃহস্পতিবার রাতে একটি আগ্নেয়াস্ত্রসহ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, ছবিতে থাকা আগ্নেয়াস্ত্রটি হল সেভেন এম এম পিস্তল। কিন্তু উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি একটি ওয়ান সাটার বন্দুক। আগ্নেয়াস্ত্র দুটি পৃথক হওয়ার কারণ জানতে চাইলে পুলিশকে ধৃত জানায়, ছবিতে থাকা আগ্নেয়াস্ত্রটি তাঁর এক বন্ধুর। এবার প্রচ্ন হল- কথাটা আদৌ কি সত্যি নাকি ধৃত অস্ত্র কারবারের সঙ্গে কোনওভাবে যুক্ত? এমনই নানান প্রশ্নের যথাযথ উত্তর পেতে ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে ১০ দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। একইসাথে ধৃতের বন্ধুর খোঁজেও তল্লাশি শুরু করেছে বলে জানায় পুলিশ।
সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী
0%

















