Banner Top

সমবায় সমিতির জয়ে পঞ্চায়েতে বাড়তি অক্সিজেন

                 দাবদাহ লাইভ, পূর্ব মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ আসন্ন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ঘুটি সাজাচ্ছে রাজনৈতিক দলগুলি। পিছিয়ে নেই শাসকদলও। সেই আঙ্গিকে গুরুত্ব বেড়েছে সমবায় সমিতির ভোটের। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নং ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের তোটানালা ও নীলকন্ঠপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হলো শান্তিপূর্ণ ভাবে। ভোট প্রক্রিয়া শুরু হয় সকাল ১১ টায়। বিকাল ৩টা পর্যন্ত চলে ভোটদান প্রক্রিয়া। তোটানালা, নীলকন্ঠপুর এবং বাকি ভেরি এই তিনটি গ্রামের সমবায় সমিতির সদস্যরা এই ভোটে অংশ গ্রহণ করেন । মোট ভোটার ছিল ৮৮৭জন। তার মধ্যে ভোট দিয়েছেন ৭৯৩ জন। আসন সংখ্যা ছিল ১২ টি। বিজেপি  ও বামফ্রন্ট উভয় পক্ষই আলাদা ভাবে প্রার্থী দিয়েছে এই ভোটে। তৃণমূল কংগ্রেস ১২টি আসনে প্রার্থী দিয়েছিল। পাশাপাশি বিজেপি ১১টি এবং বামফ্রন্ট ৭টি আসনে প্রার্থী দিয়েছিল।  রবিবার এই সমবায়ের ভোটে ১২ টি আসনের মধ্যে ১২ টিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। স্বাভাবিক ভাবে জয়লাভ করার পরে ঘাসফুল শিবিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ভগবানপুর থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাসের নেতৃত্বে মোতায়েন ছিল কমব্যাট ফোর্স সহ বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ।ভোটে জয়লাভের পরে শাসক দলের কর্মীরা সবুজ আবির মাখিয়ে দেন একে অপরের মুখে। পঞ্চায়েত ভোটের আগে সমবায় সমিতির ভোটে জয়লাভ দলকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছেন শাসক দলের নেতৃত্ব ।এদিন ভোটের ময়দানে  উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান অভিজিৎ দাস, বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুপ সুন্দর পন্ডা, দলের ব্লক যুব সভাপতি সৌরভ কান্তি বেরা সহ দলের অঞ্চল তৃণমূলের কার্যকরী সভাপতি গৌরহরি মাইতি, স্থানীয় পঞ্চায়েত সদস্য শঙ্কর দাস, অঞ্চল সমবায় সেলের সভাপতি স্বপন দাস, গুরুপদ জানা, দুলাল ভূঞা, অভিজিৎ ভট্টাচার্য, অমল সাহু প্রমুখ। এই নিয়ে পর পর চার বছর এই সমবায় সমিতির ভোটে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস।

সমবায় সমিতির জয়ে পঞ্চায়েতে বাড়তি অক্সিজেন
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment