সমবায় সপ্তাহ পালন বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ উত্তর ২৪ পরগনা জেলা শাখা কমিটির উদ্যোগে নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হয় বারাসাতে। এই মাসের ১৪-২০ তারিখ পর্যন্ত সমবায় সপ্তাহ পালন উপলক্ষ্যে আলোচনা হয় এক পথ সভায়। ৭০তম সমবায় উদযাপনে শহীদ বেদীতে মাল্যদান ও আন্দোলনের পরিপেক্ষিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে শোক প্রস্তাব নেওয়া হয়। জাতীয় সমবায় আইন ও ইউনিয়নের প্রয়োগ এবং সুশাসন এবং স্বশাসন দাবী করে এই পথ সভায় বিভিন্ন জন বক্তব্য রাখেন। বর্তমান সরকারের থেকে বাম সরকারের সময়ে সমবায় আন্দোলন বলিষ্ঠতা ছিল বলেও দাবী করেন। ১৯০৫ সালে সমবায় আন্দোলনের শুরু, আন্তার্জাতিক মৈত্রী সংঘ ও সমবায় বাঁচাও মঞ্চের উদ্যোগে এই সচেতন সভা বলে জানালেন রাজ্য সভাপতি ভোলানাথ দত্তা, সুকান্তি মজুমদার, অপূর্ব কান্তি বিশ্বাস, কালি দাস বিশ্বাস প্রমুখ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরু সমবায় বিষয়ে বিকাশ ও ব্যাপ্তির নিরিখে ভাবনা ছিল বলে জানান সি আই টি ইউ নেতৃত্ব নীল কমল চক্রবর্তী।

















