Banner Top

সবজির বাজার অগ্নিমূল্য

                     দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ অগ্নি মূল্য সবজির দাম। গোটা রাজ্যেই সবজি বাজারে ঢুকলেই হাতে ছ্যাকা লাগছে। মালদা শহরের রথবাড়ি সহ একাধিক বাজারে লঙ্কা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। তার পাশাপাশি বেগুন বিক্রি হচ্ছে, প্রায় ১৫০ টাকা কেজি দরে। তার পাশাপাশি অন্যান্য শাক সবজির দামও একশো ছুঁই ছুঁই। এমত বস্থায় মাথায় হাত পড়েছে আমজনতার। এই বিষয়ে ফল ও সবজি আমদানি ও রপ্তানি কারক তথা জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা, মঙ্গলবার মালদা শহরের আম বাজার এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রথমে বৃষ্টি না হওয়ার কারণে এমনিতেই শাকসবজির ফলন নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। তারপরে টানা এই কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কৃষি জমি। শাক সবজির জমিতে জল জমে যাওয়ায় পচন ধরেছে। তবে আমরা সমস্ত বিষয়ের উপর নজর রাখছি যাতে করে ব্যবসায়ীরা এই সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত দামে শাকসবজি বিক্রি না করে। তার পাশাপাশি রাজ্য সরকারের যে সকল সুফল বাংলা সেন্টার রয়েছে সেখান থেকেও শাকসবজির দাম ছাড় দিয়ে বিক্রি করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। তার পাশাপাশি আমরা ভিন রাজ্য থেকে সবজি আমদানির চেষ্টা করছি যাতে সবজির দাম নিয়ন্ত্রণে থাকে। তিনি আরো জানান বাংলার অনেক কৃষক ভোটে লড়ছেন এবং ভোটে ব্যস্ত হয়ে পড়েছেন। ভোটের পর আরও বেশি করে ফসল ফলাবেন তাঁরা।

সবজির বাজার অগ্নিমূল্য
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment