সংস্কারের পথে সোদপুর ব্রীজ
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ মধ্যমগ্রাম চৌমাথা থেকে বিটি রোড যাওয়ার জন্য অত্যন্ত এই সোদপুর ব্রীজ । দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে ব্রীজ তার কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিলো। অবশেষে সেই সোদপুর ব্রীজের কাজে হাত পড়লো। সংস্কার করা হচ্ছে সোদপুর ব্রীজের। আপাততো দু মাস ধরে এই কাজ চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সোদপুর ব্রীজ থেকে সংস্কারের জন্য আপাতত রাস্তাও ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে ।বিটি রোড ধরে যে সব গাড়ি মধ্যমগ্রাম চৌমাথায় আসছে তাদেরকেও ঘুরপথে আসছে হচ্ছে। এবং এজন্য যাত্রীদের কাছ থেকে অটো চালকেরা নির্দিষ্ট ভাড়ার বাইরে দশ টাকা করে বেশী নিচ্ছেন।মোট দুমাস ধরে এই ব্রীজের সংস্কার চলার দরুন মধ্যমগ্রাম চৌমাথা থেকে বিটি রোড গামী যাওয়ার অটো চালকেরাও মাঝে মাঝে বেশী ভাড়া দাবি করছেন।সব মিলিয়ে সোদপুর ব্রীজের সংস্কারের জন্য যাত্রীদের যেমন ঘুরপথে যেতে আসতে হচ্ছে তেমনি অটো করে মধ্যমগ্রাম চৌমাথায় আসার সময় গুনতে হচ্ছে নির্দিষ্ট ভাড়ার বাইরে বাড়তি দশ টাকা দিতে হচ্ছে।
নিউজ এক ঝলকে
সংস্কারের পথে সোদপুর ব্রীজ
94%

















