সংবাদ খোলাখুলি সংবাদপত্রের বার্ষিক উৎসব নাটাগড়ে
সংবাদপত্রের ৮ ও শব্দকণা আবৃত্তি সংস্থার ৩২
দাবদাহ লাইভ, নিজস্ব প্রতিবেদকঃ ২৫ ও ২৬ জুন মহা সমারোহে সমাপ্ত হল সংবাদ খোলাখুলি পাক্ষিক সংবাদপত্রের ৮ এ পা ও শব্দকণা আবৃত্তি সংস্থার ৩২ বছরে পদার্পণের আনন্দ উদযাপনে সাংস্কৃতিক উৎসব| নাটাগড় স্বামী বিবেকানন্দ সেবা সমিতিরমুক্তমঞ্চে অনুষ্ঠিত এই উৎসবে বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়সাহিত্যিক কিন্নর রায় সাহিত্যিক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়বিশিষ্ট বাচিকশিল্পী ও লেখক রত্না মিত্র|কবিতাপাঠে গানে আলোচনায় শ্রুতিনাটকে নৃত্যে সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বাস্থ্যশিবিরে জেলা সংবাদপত্র ও লিট্ল ম্যাগাজিন প্রদর্শনীতে প্রায় শতাধিক সাহিত্যসংস্কৃতিকর্মীর উপস্থিতে স্মরণযোগ্য হয়ে উঠল এই বর্ণময় আয়োজন| পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান অতিথিহিসেবে উপস্থিত থেকে আঞ্চলিক সংবাদপত্রেরদায়বদ্ধতায় সংবাদ খোলাখুলির ৮ বছরেরসুদৃঢ় পথচলাকে মুক্তকন্ঠে সমর্থন করলেন|দর্শকের আসনে ছিলেন পাঁচশতাধিক মানুষ|








