সংবাদ খোলাখুলির-র উৎসব
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতাঃ শব্দকণা আবৃত্তি সংস্থা ৩২ বছরে পদার্পণ করল। অপরদিকে পাক্ষিক সংবাদপত্র সংবাদ খোলাখুলি ৮ বছরে পদার্পণ। পথ চলার এই আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতে দু’দিনের এক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে নাটাগড় স্বামী বিবেকানন্দ সেবা সমিতির মুক্ত মঞ্চে। দ্বি-প্রহরে উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে আগামী ২৫ জুন ২০২২ (শনিবার)-এ এই অনুষ্ঠানের শুভ সূচনা। চলবে পরদিন ২৬ শে জুন রাত পর্যন্ত।
সংবাদ খোলাখুলির-র উৎসব
শব্দকণা আবৃত্তি সংস্থা ৩২ বছরে পদার্পণ করল। অপরদিকে পাক্ষিক সংবাদপত্র সংবাদ খোলাখুলি ৮ বছরে পদার্পণ। পথ চলার এই আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতে দু’দিনের এক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে নাটাগড় স্বামী বিবেকানন্দ সেবা সমিতির মুক্ত মঞ্চে। দ্বি-প্রহরে উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে আগামী ২৫ জুন ২০২২ (শনিবার)-এ এই অনুষ্ঠানের শুভ সূচনা। চলবে পরদিন ২৬ শে জুন রাত পর্যন্ত।
0%







