শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে

সংগীত দিবসে চাঁদের হাট শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে দাবদাহ লাইভ, হিরণ্ময় চক্রবর্তী ২১জনঃ বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহ পার্শ্বস্থ বাবা আলাউদ্দিন খাঁ ও সঙ্গীত গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন কলকাতার প্রথিতযশা মার্গ সংগীত শিল্পীরা। এক কথায় এদিন বিকেলে রবীন্দ্র সদনে হঠাৎই যেন চাঁদের হাট বসে। আমাদের সংবাদ প্রতিনিধিকে নিজেদের অভিব্যক্তির কথা প্রকাশ করেন পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার ও পন্ডিত দেবজ্যোতি বোস। তাঁরা জানান, 'শিল্পীদের জন্য প্রত্যেকটা দিনই সঙ্গীত দিবস’। প্রতিবছরই আজকের দিনে একটু আলাদাভাবে বাবা আলাউদ্দিন খাঁ ও গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের প্রতিকৃতিতে আমরা সম্মিলিত ভাবে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে থাকি। আমাদের ঐতিহ্য মন্ডিত মার্গ সংগীতকে যুগ যুগ ধরে যাঁরা এগিয়ে নিয়ে গেছেন এবং প্রতিষ্ঠা করেছেন সুউচ্চে — এই দিন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। আমাদের এই পরম্পরাকে আমরা ধারণ ও বহন করবার চেষ্টা করি। এবং আগামী প্রজন্মকেও তাঁরা এই পরম্পরা রক্ষার আহ্বান জানান।
https://inrdeals.com/signup?promo=DAB628Q
রবীন্দ্র সদনে বঙ্গ পুতুল নাটকের আসর
রবীন্দ্র সদনে বঙ্গ পুতুলের নাটকের আসর

দাবদাহ লাইভ, হিরণ্ময় চক্রবর্তী,২১জুনঃ আজ বঙ্গ পুতুল সংস্থার ২০তম জন্ম দিবস উপলক্ষ্যে কোলকাতার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় পুতুল নাটক 'সুরের তরোয়াল'। নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব কমল সাহা। নাটকটি ২০২০ সালে মঞ্চায়নের কথা থাকলেও করোনা সংকটের কারণে তা স্থগিত রাখা হয়েছিল। আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নাটকটি মঞ্চস্থ হওয়ায় খুশি নাট্য-কলাপ্রেমী দর্শকেরা। এই পুতুল নাটকটি রাজ্য সঙ্গীত, নৃত্য, নাটক ও দৃশ্যকলা একাডেমির বিচারে শ্রেষ্ঠ পুতুল নাটকের স্থান অর্জন করেছে বলে জানালেন, সংস্থার কর্ণধার ডঃশুভ জোয়ারদার৷ পুতুল নাটকটির মঞ্চায়ন সহ সার্বিক উপস্থাপনা দর্শক সাধারণের নজর কাড়ে৷
0%













