Banner Top

শ্রাবণের বাঁক যাত্রা

               দাবদাহ লাইভ, ব্যারাকপুর, অরুপ চক্রবর্তী ও শ্যামল করঃ   ব্যারাকপুর মহকুমার বিভিন্ন প্রাচীনতম শিবমন্দির গুলির মধ্যে অন্যতম শম্ভুনাথ শিব মন্দির। প্রত্যেক বছর শ্রাবণ মাসের এক সোমবারে দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট থেকে অগণিত মানুষ বাঁকে জল নিয়ে শিবের মাথায় জল ঢালতে আসে। ১৯৮৮ সাল থেকে শুরু হয় এই যাত্রা। এ বছর ৩৫তম বর্ষে পদার্পণ করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।  ৭ই আগস্ট এই বাগযাত্রা অনুষ্ঠিত হবে সমগ্র মন্দির চত্বর আলোর মালায় সাজানো হয়েছে এবং দক্ষিণেশ্বর থেকে মন্দির চক্র পর্যন্ত বিভিন্ন জায়গায় এই ২১সেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে সহযোগিতা নিয়ে এই যাত্রা সম্পন্ন করা হয়। প্রায় তিন লক্ষেরও বেশি মানুষ প্রত্যেকবার এই যাত্রায় অংশগ্রহণ করেন।  সমগ্র বিষয়টি মন্দির কর্তৃপক্ষ এবং টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ বিস্তারিত জানান।

শ্রাবণের বাঁক যাত্রা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment