শ্যামা পুজোয় বিলুপ্ত সংস্কৃতির মণ্ডপ
দাবদাহ লাইভ, বারাসাত, সৌমাল্য মৈত্রঃ মধ্যমগ্ৰামের সু পরিচিত ক্লাব ইয়ং রিক্রিয়েশন, তাদের এই বছরের শ্যামা পূজোর ভাবনায় নিয়ে এসেছে সাক্ষী যখন ইতিহাস সৃষ্টি তখন বর্তমান এই শিরোনামে এই বারে তাদের দু হাজার তেইশের শ্যামা পুজোর প্যান্ডেল সেজে উঠেছে। তাদের প্যান্ডেল এর মূল ভাবনা হচ্ছে হারিয়ে যাওয়া টেরাকোটা সংস্কৃতি এবং ঐতিহ্যকে আবার তুলে ধরা, যা ছিলো একসময়ে বাংলার প্রাচীন গৌরব যা আজ বলতে গেলে বিলুপ্তির পথে সেই টেরাকোটার কাজকর্ম এবং বাঁকুড়ার ঘোড়া এবং লাল মাটির জেলার যে হারিয়ে যাওয়া বিভিন্ন সময়ের ঐতিহ্য সংস্কৃতি তা এইবারে ঠাঁই পেয়েছে মধ্যমগ্ৰামের সুপরিচিত ইয়ং রিক্রিয়েশন ক্লাবের শ্যামা পুজোর প্যান্ডেলে। মন্ডপ ভাবনা থেকে প্রতিমা সবেতেই এক বিলুপ্ত সংস্কৃতিকেই তুলে ধরেছে ইয়ং রিক্রিয়েশন ক্লাব।













