শ্যামল মিত্রের জন্মদিন পালন
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ চোদ্দোই জানুয়ারি পেরিয়ে এলো কিংবদন্তি গায়ক/ সুরকার/ সঙ্গীত পরিচালক ও প্রযোজক শ্যামল মিত্রের সাতানব্বই তম জন্মদিন। তার জন্মমাসে তাকে স্মরণ করে শ্যামল মিত্র সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিলো আঠেরই ফেব্রুয়ারি রবিবার মধ্যমগ্রাম পুরসভার নজরুল শতবার্ষিকী সদনে। শ্যামল মিত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানে গানে সুরে সুরে শ্যামল মিত্র এই সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামল মিত্রের পুত্র সংগীত শিল্পী সৈকত মিত্র এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গীটারিস্ট স্বপন সেন সহ অন্যান্য অতিথিরাও। দাবদাহ ডিজিটালের মুখোমুখি হয়ে শ্যামল মিত্রের ছাত্র গৌতম মজুমদার আমাদের জানালেন গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বছর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান তেইশ বছরে পা দিলো। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন গৌতম মজুমদার এবং শ্যামল মিত্রের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান পুত্র বিশিষ্ট সংগীত শিল্পী সৈকত মিত্র। অনুষ্ঠানে গিটার বাজিয়ে শোনান পন্ডিত স্বপন সেন। অনুষ্ঠানে শ্যামল মিত্রের বিভিন্ন সংগীত পরিবেশিত হয় এবং পরিবেশন করেন বিভিন্ন বয়সের শিল্পীরা।
নিউজ এক ঝলকে
শ্যামল মিত্রের জন্মদিন পালন
97%

















